নতুন বছরের শুরু মানেই নতুন ফ্যাশন আর মেকআপ ট্রেন্ডের আগমন। আপনি যদি ট্রেন্ড ফলো করতে ভালোবাসেন, তাহলে ২০২৫ সালের জনপ্রিয় মেকআপ ট্রেন্ডগুলো আপনাকে দেবে একেবারে নতুন ও ফ্রেশ লুক। চলুন দেখে নিই, কোন কোন মেকআপ ট্রেন্ড এখন রাজত্ব করছে বিউটি দুনিয়ায়।
স্যাটিন ফিনিশ বেইজ: ন্যাচারাল ও লং-লাস্টিং
এই বছর ম্যাট বা গ্লোয়ি নয়, বরং স্যাটিন ফিনিশ বেইজ মেকআপ সবচেয়ে বেশি ট্রেন্ডি। এটি দেখতে যেমন সফট ও ন্যাচারাল, তেমনি স্কিনে বেশিক্ষণ টিকে থাকে। ড্রাই, অয়েলি কিংবা কম্বিনেশন – যেকোনো স্কিন টাইপের জন্যই স্যাটিন ফিনিশ ফাউন্ডেশন ও কনসিলার উপযুক্ত।

টিপস:
• হালকা হাইড্রেটিং প্রাইমার দিয়ে শুরু করুন
• স্যাটিন ফিনিশ ফাউন্ডেশন ব্যবহার করুন
• খুব বেশি পাউডার ব্যবহার এড়িয়ে চলুন
ডিফাইনড আইব্রো: ফেইস শেইপ অনুযায়ী গঠিত
২০২৫ সালে আইব্রোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি সুস্পষ্ট পরিবর্তন—ন্যাচারাল নয়, বরং ফেইস শেইপ অনুযায়ী ডিফাইনড আইব্রো এখন ফ্যাশনে। আইব্রো পমেড কিংবা পেন্সিল দিয়ে নিজেই তৈরি করুন প্রপার শেইপ।
মনে রাখবেন:
আইব্রো বেশি থিক বা একদম পাতলা না করে, ফেইসের আনুপাতিক ভারসাম্য রাখুন।
কালারফুল আইলুক: মেকআপে আনুন প্রাণ
নিউট্রাল আইশ্যাডোর জায়গায় এখন জায়গা করে নিয়েছে রঙিন শেড! ব্লু, প্যাস্টেল পিংক, ম্যাজেন্টা বা মিন্ট গ্রিন—এসব শেড এখন চোখের মেকআপে প্রাণ আনছে।
কালারফুল আইলাইনারও খুবই জনপ্রিয়, বিশেষ করে কনট্রাস্ট শেডে অ্যাপ্লাই করলে লুক হয় আরও উজ্জ্বল ও ইউনিক।
ন্যাচারাল লুকিং আইল্যাশ: যতটা সম্ভব রিয়েল
ঘন ও ড্রামাটিক ল্যাশের বদলে এখন ফোকাস দেয়া হচ্ছে ন্যাচারাল লুকিং আইল্যাশে। ল্যাশ যেন চোখের শেইপের সাথে মানিয়ে যায় এবং অতিরিক্ত আর্টিফিশিয়াল না দেখায়—এটাই এই ট্রেন্ডের মূলমন্ত্র।
টিপস:
• হালকা ভলিউমের ফলস ল্যাশ বেছে নিন
• ১-২ লেয়ারে মাশকারা অ্যাপ্লাই করুন
লিপগ্লস লাভ: ফিরে আসছে ক্ল্যাসিক গ্লসি লিপস
ম্যাট লিপস্টিকের যুগ একটু সরে গিয়েছে, জায়গা নিয়েছে লিপগ্লস। বিশেষ করে বেরি, মভ বা নিড শেডের লিপগ্লস এখন খুবই জনপ্রিয়।
হ্যাক:
ডার্ক লিপলাইনার দিয়ে ঠোঁটের চারপাশ শেইপ করে মাঝখানে লিপগ্লস লাগালে ঠোঁট বড় ও প্লাম্প দেখাবে, আর সারাদিন টিকেও থাকবে।
আরও কিছু ভাইরাল ট্রেন্ড
- লাতিনা মেকআপ লুক: শার্প কনট্যুর, গ্লোয়িং স্কিন ও লম্বা ল্যাশের দারুণ কম্বিনেশন।
- মেটালিক আইশ্যাডো: পার্টি বা নাইট লুকে এখন অপরিহার্য! সিলভার, গোল্ড, কপার শেড খুবই ইন ডিমান্ড।
শেষ কথা
মেকআপ ট্রেন্ড পরিবর্তনশীল হলেও একটা জিনিস সব সময় অপরিহার্য—সুস্থ ও হেলদি স্কিন। যেকোনো মেকআপ ট্রেন্ড ফলো করার আগে স্কিনের কেয়ার নিতে ভুলবেন না। কারণ স্কিন ভালো থাকলেই মেকআপ বসবে পারফেক্টলি।
আপনার স্কিন টাইপ অনুযায়ী মেকআপ প্রোডাক্ট বেছে নিন, ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে নিজেকে এক্সপ্রেস করুন নতুনভাবে। আপনিও বলুন, ২০২৫ সালে কোন মেকআপ ট্রেন্ডটি ট্রাই করতে সবচেয়ে বেশি ইচ্ছা করছে?